ইতিহাস গড়ে আপ্লুত সানচেস

কোপা আমেরিকায় টানা দুটি শিরোপা জিতে চিলির ফুটবল ইতিহাসে নিজেদের নাম সোনার হরফে লিখিয়ে নিয়েছেন চিলির খেলোয়াড়রা। প্রতিযোগিতার শতবর্ষী আসরের সেরা খেলোয়াড় আলেক্সিস সানচেসের কাছে এটা তার জীবনের সেরা ঘটনা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 07:11 AM
Updated : 27 June 2016, 07:11 AM

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে হওয়া ফাইনালে নির্ধারিত আর অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতে চিলি।

গত বছর ঘরের মাঠের ফাইনালে এই আর্জেন্টিনাকেই টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় প্রথম শিরোপা জিতেছিল চিলি।

দারুণ এই অর্জনে আবেগে আপ্লুত হয়ে পড়েন আর্সেনালের ফরোয়ার্ড সানচেস।

“আমার কোনো ভাষা নেই। আমাদের সমর্থন করতে আসা মানুষ আর সতীর্থদের ধন্যবাদ। সব কিছুই অসাধারণ।”

“আমি খুব আবেগী, এমনকি কী ঘটছে তা আমি পুরোপুরি অনুধাবনও করতে পারছি না, বিশ্বের সেরা দলগুলোর একটি আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি আমরা।”

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতা সানচেস বলেন, “আমরা এখন চিলির ফুটবল ইতিহাসে। আমার কাছে আমার জীবনের সেরা ঘটনা এটি। (টানা) দুটি ফাইনাল আপনি প্রতিদিন জিতবেন না।”

“আমি আমার সতীর্থদের জন্য আনন্দিত…। আমি আশা করি, চিলির মানুষ এটা অনেক উপভোগ করবে।”

টাইব্রেকারে কোনো কিক নেননি সানচেস। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোচ আন্তোনিও পিস্সি ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠ থেকে তুলে নেন।