মিয়ানমারে ৩৮তম সিদ্দিকুর

নতুন বছরের দ্বিতীয় আসরেও আলো ছড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। ৩৮তম স্থানে থেকে মিয়ানমার ওপেন আসর শেষ করেছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 06:12 PM
Updated : 7 Feb 2016, 06:12 PM

সিঙ্গাপুর ওপেন দিয়ে ২০১৬ সাল শুরু করেন সিদ্দিকুর। কাট-এর নিচে থেকে এশিয়ান ট্যুরের বছরের প্রথম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন তিনি।
 
রোববার শেষ রাউন্ডে পাঁচটি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলে ছয় জনের সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে থেকে আসর শেষ করেন তিনি।
 
তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে ছয় জনের সঙ্গে যৌথভাবে ৫৪তম স্থানে ছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডেও পারের চেয়ে এক শট কম খেলেন তিনি। 
 
মিয়ানমারের এই আসরের প্রথম রাউন্ডে সিদ্দিকুরের শুরুটা অবশ্য ভালো ছিল। পারের চেয়ে তিন শট কম খেলে যৌথভাবে ২৮তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।
 
সাড়ে সাত লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে ২৪ শট কম খেলে সেরা হন দক্ষিণ আফ্রিকার শন নরিস।
 
ফর্মে ফেরার ভালো একটা সুযোগ অবশ্য পেতে যাচ্ছেন সিদ্দিকুর। আগামী বুধবার নিজের আঙ্গিনা ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হবে এশিয়ান ট্যুরের পরের টুর্নামেন্ট বসুন্ধরা বাংলাদেশ ওপেন।