রোনালদোকে ছাড়িয়ে গেলেন নেইমার

এই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলের দেখা পেলেন বার্সেলোনার তারকা নেইমার। আর তাতেই ইউরোপ সেরার প্রতিযোগিতায় গোলের হিসেবে ব্রাজিলের এই ফরোয়ার্ড ছাড়িয়ে গেলেন স্বদেশি রোনালদোকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2015, 08:47 AM
Updated : 10 Nov 2015, 02:42 PM

বুধবার রাতে বাতে বরিসভের জালে প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। সেটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার পঞ্চদশ গোল, এবারের আসরে প্রথম।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগে গোল ১৪টি। ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে একটি ও রিয়াল মাদ্রিদের হয়ে ১৩টি গোল করেছিলেন তিনি।

শৈশবের নায়ক রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার দিনে পরে আরেকটি গোল করেন নেইমার। বরিসভের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচটির ৮৩তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে তৃতীয় গোলটি করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০১৩ সালের জুলাইয়ে কাতালুনিয়ার ক্লাবটিতে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম মৌসুমে ৪ গোল করেন তিনি। গত মৌসুমে বর্তমানের সেরা দুই তারকা ক্লাব সতীর্থ লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১০ গোল করেন। আর এবার এখন পর্যন্ত করলেন ২ গোল।