মিউনিখের বিয়ার উৎসবে বোল্ট

এ বছরে হয়ত আর ট্র্যাকে নামবেন না উসাইন বোল্ট। তাই বলে গতির অভাব নেই বিশ্বের দ্রুততম মানবের মধ্যে। গত শনিবার তিনি মাতিয়ে রাখলেন অক্টোবরফেস্ট নামে পরিচিত মিউনিখের বিয়ার উৎসব।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 03:12 PM
Updated : 4 Oct 2015, 03:21 PM

চীনের বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা জেতা এই স্প্রিন্টার আগেই ঘোষণা দেন, এ বছর আর দৌড়াবেন না। অনুশীলনের তেমন ব্যস্ততা নেই বলেই হয়ত জার্মানির মিউনিখের বাৎসরিক এই উৎসবে যোগ দিতে যান বোল্ট। বিখ্যাত এই উৎসবে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো পা রাখেন তিনি।

অক্টোবরফেস্টে বোল্টের সেই পরিচিত ভঙ্গি

বাভারিয়ানদের ঐতিহ্যবাহী লেডারহোসেন পোশাকে

বাভারিয়ানদের ঐতিহ্যবাহী লেডারহোসেন পোশাক পরে বিয়ার খেতে আর সবার সঙ্গে হাসি মুখে ছবি তুলতে দেখা যায় বোল্টকে। ঐতিহ্যবাহী একটি লোক সঙ্গীত ব্যান্ড দলের সঙ্গে যোগ দিতেও দেখা যায় ২৯ বছর বয়সী এই স্প্রিন্টারকে।

অলিম্পিকে ৬টি আর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টিসহ ক্যারিয়ারে ২০টি সোনা জয়ী বোল্টের জার্মানিতে গিয়ে একটি সুখস্মৃতি মনে পড়ে যাওয়ার কথা। ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এখানে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।