স্পেন দলে ফিরলেন মোরাতা, বাদ কস্তা 

ইউরো বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য জাতীয় দলে ফিরেছেন স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা। তবে জায়গা হয়নি আরেক স্ট্রাইকার দিয়েগো কস্তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2015, 01:41 PM
Updated : 2 Oct 2015, 01:41 PM

আগামী শুক্রবার লুক্সেমবুর্গের বিপক্ষে ঘরের মাঠে খেলবে স্পেন। এর তিন দিন পর ইউক্রেনের কিয়েভে স্বাগতিকদের সঙ্গে লড়বে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা।
 
হলুদ কার্ডের জন্য ব্রাজিলে জন্ম নেওয়া কস্তার একটি আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় লুক্সেমবুর্গের বিপক্ষে খেলার অনুমতি নেই। কিন্তু ইউক্রেনের বিপক্ষে খেলতে পারতেন তিনি। তবে চেলসি স্ট্রাইকারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক।    
 
দলে ফেরা মোরাতা চোটের কারণে গত মাসে স্লোভাকিয়া ও মেসিডোনিয়ার বিপক্ষে খেলতে পারেননি।
 

শুক্রবার ঘোষিত ২৩ সদস্যের দলে আরও ফিরেছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা। গত বছরের মার্চের পর জাতীয় দলে খেলা হয়নি তার।
আগামী বছর ফ্রান্সে হতে যাওয়া ইউরোর টিকেট লুক্সেমবার্গের বিপক্ষেই নিশ্চিত হয়ে যেতে পারে স্পেনের। আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ১৯ এবং তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের পয়েন্ট ১৬।
স্পেন দল:
গোলরক্ষক:
ইকের কাসিয়াস (পোর্তো), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), সের্হিও রিকো (সেভিয়া) 
ডিফেন্ডার:
হুয়ানফ্রান তরেস (আতলেতিকো মাদ্রিদ), জেরার্দ পিকে (বার্সেলোনা), মার্ক বার্ত্রা (বার্সেলোনা), জর্দি আলবা (বার্সেলোনা), দানিহেল কারবাহাল (রিয়াল মাদ্রিদ), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), ইনিগো মার্তিনেস (রিয়াল সোসিয়েদাদ), সিজার আসপিলিকুয়েতা (চেলসি)  
মিডফিল্ডার:
সের্হিও বুসকেতস (বার্সেলোনা), ইসকো (রিয়াল মাদ্রিদ), সেস ফাব্রেগাস (চেলসি), সান্তি কাসোরলা (আর্সেনাল), হুয়ান মাতা (ম্যানচেস্টার ইউনাইটেড), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), ব্রুনো সোরিয়ানো (ভিয়ারিয়াল)।
ফরোয়ার্ড:
আলভারো মোরাতা (ইউভেন্তুস), পাসো আলকাসের (ভালেন্সিয়া), নলিতো (সেল্তা), পেদ্রো রদ্রিগেস (চেলসি), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি)