মালাগা-বাধা কাটাতে চায় বার্সা 

মালাগা দলে অদ্ভুত এক অনুভূতির খেলা চলছে। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে কেবল সবশেষ লড়াইটিই মনে রাখতে চাইছে তারা। গত ফেব্রুয়ারির সেই ম্যাচের মতো আরেকটি অঘটন ঘটানোর স্বপ্ন খেলা করছে তাদের চোখে। আর বার্সেলোনা চায় গত মৌসুমের ওই হারের প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়তে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 03:00 PM
Updated : 29 August 2015, 12:28 PM

স্পেনের লা লিগায় আগামী শনিবার কাম্প নউতে মালাগাকে আতিথেয়তা দেবে শিরোপাধারী বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।
 
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে চোখ রাখলে যে কেউ বার্সেলোনাকে ফেভারিট বলে দেবেন। এ পর্যন্ত ৩০ বারের দেখায় বার্সেলোনার জয় ২১টিতে, বিপরীতে মালাগা জেতে মাত্র তিনটিতে। বাকি ছয়টি ম্যাচ হয়েছে ড্র। তারকাদ্যুতি আর শক্তিমত্তায়ও এগিয়ে কাম্প নউর দলটি। 
 
এসব পরিসংখ্যানে চোখ রাখতে বয়েই গেছে মালাগার খেলোয়াড়দের! তারা বুঁদ হয়ে আছে গত মৌসুমে প্রতিপক্ষের মাঠ থেকে ১-০ গোলে জিতে আসা ম্যাচটিতে। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারদের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের সামনে সেই সুখস্মৃতি নিয়ে আসেন মালাগার উইঙ্গার রবের্তো রোজালেস। 
 
“সেখান থেকে জিতে আসাটা গুরুত্বপূর্ণ এক অর্জন।…গত মৌসুমে আমরা দারুণ একটি ম্যাচ খেলেছিলাম, সেটা সত্যিকারের দলীয় খেলা।”
 
একাই ম্যাচ বের করে আনতে পারেন, মালাগা দলে এমন কোনো তারকা খেলোয়াড় সত্যিই নেই। এ কারণেই বার্সেলোনার বিপক্ষে আরেকবার অঘটনের জন্ম দিতে রোজালেস দলীয় প্রচেষ্টার দিকেই তাকিয়ে আছেন। 
 
“সব সময়ই আমাদের শক্তি দলীয় প্রচেষ্টা।…ব্যক্তিগতভাবে বার্সেলোনাকে আমরা থামাতে পারব না, একমাত্র দলবদ্ধভাবেই সম্ভব। তাই এটাই আমাদের করতে হবে।”
 
বার্সেলোনা কোচ লুইস এনরিকে অবশ্য গত মৌসুমে মালাগার মাঠে গোলশূন্য ড্র করে আসা ম্যাচটির কথাও সবাইকে মনে করিয়ে দেন। এ মৌসুমে তাই একটু বাড়তি সতর্ক থাকার কথাই বলেন তিনি। 
 
“দেখি গত মৌসুমে (মালাগার বিপক্ষে) পাওয়া বাধা কাটিয়ে উঠতে পারি কিনা…আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ।” 
 
লিগে চলতি মৌসুমে নিজেদের মাঠে এটাই হবে বার্সেলোনার প্রথম ম্যাচ। আথেলিক বিলবাওয়ের মাঠে আগের ম্যাচে ১-০ গোলে জেতা দলটি জয়ের ধারাবাহিকতাই ধরে রাখতে চাইবে।