অঘটনের রাতে ইন্টারের জয়

সেরি আয় রোববার রাতটা খুবই বাজে কেটেছে এসি মিলান, নাপোলি আর ইউভেন্তুসের। এই তিন দল হারলেও অঘটনের রাতে শেষ মুহূর্তের গোলে জিতেছে আরেক পরাশক্তি ইন্টার মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2015, 09:08 PM
Updated : 24 August 2015, 04:54 PM

ম্যাচের যোগ করা সময়ে স্তেভান ইয়োভেতিচের গোলে আতলান্তাকে হারায় ইন্টার।

ঘরের মাঠে ম্যাচের শেষ ১৯ মিনিট প্রতিপক্ষ দলে এক জন কম থাকলেও আক্রমণভাগের ব্যর্থতায় সুযোগটা কাজে লাগাতে পারছিল না ইন্টার। পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া হলুদ কার্ড দেখে ৭১তম মিনিটে মাঠ ছাড়েন আতালান্তার মিডফিল্ডার কার্লোস কারমোনা।   

তবে ম্যানচেস্টার সিটি থেকে ধারে আসা ইয়োভেতিচ শেষ পর্যন্ত আতালান্তার প্রতিরোধ ভেঙে তিন পয়েন্ট নিশ্চিত করেন।

গত মৌসুমের ব্যর্থতা পিছু ছাড়তে পারেনি ঐতিহ্যবাহী ক্লাব মিলান। লিগের প্রথম রাউন্ডে তাদেরকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে গত আসরে চতুর্থ হওয়া ফিওরেন্তিনা।

ফিওরেন্তিনার মাঠে দুই অর্ধে একটি করে গোল হজম করে গত মৌসুমে দশম হওয়া মিলান।

৩৬তম মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার রদ্রিগো এলাই দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মিলান। এর দুই মিনিট পরেই স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলোনসোর গোলে এগিয়ে যায় ফিওরেন্তিনা। আর ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান স্লোভেনিয়ার মিডফিল্ডার ইয়োসিপ ইলিসিচ।

এগিয়ে থেকেও সাস্সুয়োলোর কাছে ২-১ গোলে হেরেছে গত মৌসুমে পঞ্চম হওয়া নাপোলি।

সাস্সুয়োলোর মাঠে স্লোভাকিয়ার মিডফিল্ডার মারেক হামসিকের গোলে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় নাপোলি। কিন্তু ৩২তম মিনিটে গোলটি শোধ করে দেন ইতালির স্ট্রাইকার আন্তোনিও ফ্লোরেস।

এরপর ৮৪তম মিনিটে ইতালির স্ট্রাইকার নিকোলা সানসোনে গোল করে সাস্সুয়োলোর তিন পয়েন্ট নিশ্চিত করেন।

এর আগে দিনের প্রথম ম্যাচে উদিনেসের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরে যায় গত চারবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস।