শ্রীমঙ্গলে ৩ দিনের নীহারেন্দু নাট্যোৎসব

‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’ শ্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসীন অডিটরিয়ামে বুধবার রাতে শুরু হয়েছে চার দিনের নীহারেন্দু নাট্যোৎসব। নীহারেন্দু কর (১৯৫৪-২০১৩) ছিলেন মৌলভীবাজারের নাট্যকার ও অভিনেতা। তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রান্তিক থিয়েটারের এ আয়োজনে উৎসবে মোট চারটি নাটক পরিবেশিত হবে।

বিকুল চক্রবর্তী মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 09:52 AM
Updated : 23 March 2017, 10:17 AM
শ্রীমঙ্গলে ৩ দিনের নীহারেন্দু নাট্যোৎসব