শেরপুরে সীমান্তে এবার বন্যহাতির মৃত্যু

বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যুর একদিন পর শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় এবার একটি হাতি মারা গেছে। তাৎক্ষণিকভাবে হাতিটির মৃত্যুর কারণ জানা যায়নি।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 06:23 AM
Updated : 12 August 2017, 06:23 AM

শনিবার সকালে রানী শিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামে পাহাড়ের ঢালে হাতিটি মৃত অবস্থায় দেখতে পায় গ্রামবাসী।

বৃহস্পতিবার রাতে এই গ্রামে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছিলেন।

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে বন্যহাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এটি মারা গেছে তা জানা যায়নি।

তারিকুল জানান, মৃত হাতিটির ময়নাতদন্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।   

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে হালুয়াহাটি গ্রামের বিভিন্ন ঘর-বাড়িতে হামলা চালায়।

ওই সময় আব্দুল হাই নামের এক বৃদ্ধ কৃষক হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। এছাড়া আঙ্গুরি বেগম নামে এক নারী এবং মাখন নামে সাত বছরের এক মেয়ে গুরুতর আহত হয়।