রায়গঞ্জে বাবা-মাকে মারধর করায় ১০ মাসের সাজা

বাবা-মাকে মারধরের অপরাধে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক তরুণকে ১০ মাস ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 08:03 AM
Updated : 3 August 2017, 08:03 AM

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল আখতার জানান, দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম (২৫) সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের আবু বক্কারের ছেলে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে আটক করলে পুলিশ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ইউএনও ইকবাল বলেন, আরিফুল কোনো কাজকর্ম করেন না। প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চেয়ে না পেলে তাদের মারধর করেন বলে স্থানীয়দের অভিযোগ।

“বৃহস্পতিবার সকালে তার বাবা তাকে নিজেদের জমি থেকে কচু তুলে বিক্রি করতে বললে আরিফুল ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করেন। ঠেকাতে গেলে মাকেও তিনি মারধর করেন। এ সময় স্থানীয়রা তাকে পুলিশে দেয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ মাস ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।”

আর আহত বাবা-মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ইউএনও।