পুকুরে বাসন ধোয়া নিয়ে সংঘর্ষে মৌলভীবাজারে একজনের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুকুরে বাসন ধোয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষের মধ্যে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির প্রাণ গেছে বলে পুলিশ জানিয়েছে। আহত হয়েছেন অন্তত ছয়জন।    

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 04:20 AM
Updated : 25 June 2017, 04:24 AM

উপজেলার হাজীপুর এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান।

নিহত আরিফ মিয়ার (১৭) বাড়ি ওই এলাকায়। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানান ওসি।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- আরবেশ আলী (৫৫), আব্দুল খালেক (৪৮) ও আব্দুল হাই (৫৫)।  তাদেরসহ বাকিদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সুবান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজীপুর গ্রামের বাড়ির ভেতর একটি পুকুরে থালা-বাসন ধোয়া নিয়ে শনিবার সন্ধ্যার দিকে ওই বাড়ির নারীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সাবেক কালাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল খালিক ও স্থানীয় আরবেস আলী ওই পুকুরের যৌথ মালিক।   

“এক পর্যায়ে আরবেস ও খালিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। তারা ইট পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে উভয় পক্ষের কয়েকজনসহ সাতজন আহত হয়।”

এলাকাবাসী তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। 

আরিফের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।