নীলফামারীতে আগুনে পুড়েছে ৩০ ঘর

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে ৩০টি ঘর পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 09:05 AM
Updated : 22 May 2017, 09:05 AM

উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে সোমবার বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই গ্রামের ফিরাজুল ইসলামের বাড়িতে পল্লীবিদ্যুতের মিটারে বিস্ফোরণের মতো শব্দ হয়।

“সঙ্গে সঙ্গে আগুন ধরে ছড়িয়ে পড়ে আশপাশের ১২টি বাড়ির ৩০টি ঘরে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৩০টি ঘর টাকা-পয়সা ও আসবাবসহ পুড়ে ছাই হয়ে যায়।”

আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই সৈয়দপুর ও রংপুরের তারাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে। এতে মোট ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”