হাজতে আসামির মৃত্যু: জৈন্তাপুরে দুই পুলিশ প্রত্যাহার

সিলেটের জৈন্তাপুরে পুলিশের হেফাজতে নারী নির্যাতন মামলার আসামির মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 12:36 PM
Updated : 20 May 2017, 12:45 PM

শনিবার দুপুরে তাদের প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির।

এরা হলেন এএসআই জয়নাল আহমদ ও কনস্টেবল নান্টু চাকমা। ঘটনার সময় জয়নাল ডিউটি অফিসার ও নান্টু হাজতের সামনে দায়িত্বে ছিলেন।

ওসি বলেন, “শুক্রবার সকালে থানা হাজত থেকে নারী নির্যাতন মামলার আসামি নজরুল ইসলাম বাবুর লাশ উদ্ধার করা হয়। হাজতের ভেতর কম্বল ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে নজরুল আত্মহত্যা করেন; যা থানার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজেও দেখা গেছে।”

নজরুল উপজেলার কহাইগড় গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর জলিলের ছেলে। স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, এ ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে জৈন্তাপুর থানার ওসির অপসারণ দাবিতে শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।