তনু হত্যা: বর্ষবরণে মৌনতায় প্রতিবাদ

কুমিল্লার ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার এক বছরেও বিচার না হওয়ায় এর প্রতিবাদ হিসেবে পহেলা বৈশাখে মৌন থেকেছে স্থানীয় গণজাগরণ মঞ্চ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2017, 08:48 AM
Updated : 14 April 2017, 09:36 AM

বাদ্যযন্ত্রগুলো কালো কাপড়ে বেঁধে রাস্তায় ফেলে শুক্রবার সকালে শহরের পূবালী চত্বরে এই কর্মসূচি পালন করে তারা।

মঞ্চের কুমিল্লা সংগঠক খায়রুল আনাম রায়হান বলেন, “বছর পেরিয়ে গেলেও তনুর খুনি ধরাছোঁয়ার বাইরে থাকায় আমরা এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি।

“দেশজুড়ে এত এত আন্দোলন-সংগ্রামের পরও কর্তৃপক্ষ মৌন হয়ে আছে। এর প্রতিবাদে নতুন বছরের আগমনেও সাড়া না দিয়ে বাদ্যযন্ত্রগুলো কালো কাপড়ে বেঁধে রাস্তায় ফেলে রেখেছি।”

গত বছরের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউজের কাছে রাস্তার পাশে ঝোপের মধ্যে তনুর বিবস্ত্র লাশ মেলে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী ছিলেন তিনি।

লাশ উদ্ধারের সময় পুলিশ ধর্ষণের পর হত্যাকাণ্ড বলে ধারণা করলেও ময়নাতদন্তে ধর্ষণের আলামত না থাকার কথা জানান চিকিৎসকরা।

দেশজুড়ে আন্দোলনের মুখে আদালতের নির্দেশে দ্বিতীয় দফা ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ মেলে। তিন পুরুষের ডিএনএ-ও পাওয়া যায় তনুর দেহে। কিন্তু সেই তিনজনকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে তনু সেনানিবাসের সরকারি বাসায় পরিবারের সঙ্গেই থাকতেন।

অন্যদিনের মতোই ঘটনার দিনও নিজেদের বাসা থেকে প্রায় ৩০০ গজ দূরের একটি বাসায় টিউশনি করতে যান। সময়মতো ফিরে না আসায় তার মা আনোয়ারা বেগম তাকে খুঁজতে বের হন।

আনোয়ারা প্রথম থেকেই বলে আসছেন, তিনি তাকে খুঁজতে গিয়ে লাশ মেলার আগে প্রায় একই জায়গা থেকে তিনজনকে দৌড়ে যেতে দেখেন।

এছাড়া তিনি দুই সেনাসদস্যকে সন্দেহ করে আসছেন, যাদের নাম গণমাধ্যমেও এসেছে।