যৌতুকের দাবিতে গৃহবধূকে জখম, স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ‍ও কুপিয়ে জখমের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 12:32 PM
Updated : 3 April 2017, 12:32 PM

সোমবার এ আদেশ দেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মো. রফিকুল ইসলাম।

তাছাড়া আদালত ওই গৃহবধূর শাশুড়ি ও ননদকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে বলে জানান পিপি স্বপন পাল।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মনির শেখের (২৬) বাড়ি নগরকান্দা উপজেলার মুকুন্দপট্টি গ্রামে।

সাত বছর দণ্ডপ্রাপ্তরা হলেন মনিরের মা জাহানারা বেগম (৪৫) ও বোন ঝর্ণা বেগম (২৮)।

রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে হাজির ছিলেন।

একইসঙ্গে আদালত মনিরকে ৫০ হাজার টাকা জরিমানা ও তার মা এবং বোনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছে বলে পিপি জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালের ২৯ জুলাই এক লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ সায়মা বেগমকে (২০) স্বামী, শাশুড়ি ও ননদ পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী, শাশুড়ি ও ননদকে আসামি করে নগরকান্দা থানায় একটি মামলা করেন।