ঝিনাইদহে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪১

ঝিনাইদহে জামায়াতের সাত কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ; যাদের মধ্যে একজন জঙ্গি বলে দাবি করছে বাহিনীর সদস্যরা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 07:14 AM
Updated : 30 March 2017, 07:25 AM

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ যাকে জঙ্গি বলে দাবি করছে- তিনি শৈলকুপার দেবীনগর গ্রামের ইউনুস আলী। তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

ইউনুসকে এর আগেও পুলিশ গ্রেপ্তার করেছিল বলে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান।

এছাড়া শৈলকুপা থেকে আরও সাতজন, সদর উপজেলা থেকে ১৯ জন, হরিনাকুণ্ডু থেকে চারজন, কালিগঞ্জ থেকে তিনজন, কোটচাঁদপুর থেকে চারজন, মহেশপুর উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার জানান।

“জামায়াত কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। বাকিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরওনাভুক্ত আসামি।”

তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।