ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সফিকুল আলমের সংবর্ধনা সম্পন্ন হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 05:38 PM
Updated : 23 March 2017, 05:38 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা নাগরিক সমাজ এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।

নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্বা আমানুল হক সেন্টু, সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জেলা যুবলীগের সভাপতি শাহানুর আলম, শ্রমিক লীগের সভাপতি কাওসার আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশীদ প্রমুখ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক নাসিরনগরে হিন্দুমন্দির ও বাড়িঘরে হামলার জন্য র আ ম উবায়দুল মোক্তাদিরের সমালোচনা করেন।

চেয়ারম্যান সফিকুল আলমের বিরোধিতাকারীরা উবায়দুর মোক্তাদির চৌধুরীর পক্ষের লোক হিসেবে পরিচিত।

গত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে নির্বাচন করে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সফিকুল আলম জয়লাভ করেন।

জেলা আওয়ামী লীগের একটি পক্ষ সংবর্ধনার সমর্থন করলেও আরেকটি পক্ষ তাকে ‘বিদ্রোহী প্রার্থী’ বলে প্রত্যাখ্যান করে তার অনুষ্ঠান বর্জন করে।