আড়াইহাজারে সালিশে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমির সীমানার বিরোধ নিয়ে সালিশে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 10:47 AM
Updated : 19 Feb 2017, 10:48 AM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান।

নিহত আব্দুল বাতেন (৩৫) ওই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি সাখাওয়াত বলেন, বাড়ির সীমানা নিয়ে এলাকার আব্দুল আজিজের ছেলে জামালউদ্দিন, ইয়ানুছ ও আলমগীরের সঙ্গে বিরোধ চলছিল বাতেনের। এ নিয়ে এর আগে বেশ কয়েকবার এলাকায় সালিশ বসলেও কোনো মীমাংসা হয়নি।

“বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার খোকনের ডাকে এলাকার ইব্রাহিমের বাড়িতে সালিশ বসে উভয় পক্ষ। সালিশের দুপক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে জামালউদ্দিনদের পক্ষ লাঠি দিয়ে বাতেনের মাথায় আঘাত করে।”

স্থানীয়রা বাতেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ জামালউদ্দিন (৫১) ও ইউনুছকে (৩৩) গ্রেপ্তার করেছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সানজিদা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই বাতেনের মৃত্যু হয়েছে। মাথায় প্রচণ্ড আঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণেতার মৃত্যু হতে পারে।

বাতেনের ভাই জুলহাস বলেন, সালিশে পূর্ব পরিকল্পিতভাবেই তার ভাই বাতেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।