কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে; দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ দুইজন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 03:06 AM
Updated : 19 Jan 2017, 03:52 AM

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুল জব্বার জানান, বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারোমাইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম লাল (২৭) ও বিজয় লাল (৩০) কুষ্টিয়া শহরের বড়বাজার চৈতন্যপল্লীর বাসিন্দা।

এসআই জব্বার বলেন, বুধবার রাতে বিজয় লাল, মাসুম লাল ও সেবা লাল চৈতন্যপল্লী থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ঈশ্বরদী যাচ্ছিলেন।

“বারোমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুমের মৃত্যু হয়। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিজয় লাল।”

চালক জয়নাল ও সেবা লালকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত বিজয় লাল চৈতন্যপল্লীর ইন্দোলালের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনার পদে কাজ করতেন। একই এলাকার মুন্না লালের ছেলে মাসুম লাল স্থানীয় ওজোপাডিকোর ক্লিনার ছিলেন।

লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।