কক্সবাজারে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

কক্সবাজার শহরের একটি মহল্লায় আগুনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 11:35 AM
Updated : 18 Jan 2017, 01:07 PM

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের সমিতি পাড়ায় এ অগ্নিকাণ্ডে দোকান ও বসতবাড়িসহ ৩০ টি স্থাপনা ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন।

মৃত হোসনে আরা (৫০) ওই এলাকার আবু সালেকের স্ত্রী।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন,সমিতি পাড়ার মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

“ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগে দোকান ও বসতবাড়িসহ অন্তত ৩০টি স্থাপনা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।এ সময় অগ্নিদগ্ধ হয়ে হোসনে আরার মৃত্যু হয়।”

স্থানীয় পৌর কাউন্সিলর আকতার কামাল বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা দিনমজুর ও শ্রমজীবী। তারা সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশন কর্মকর্তা মো. আব্দুল মজিদ।