জামালপুরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশের হেফাজতে মাদকসহ আটক এক যুবকের মৃত্যু হয়েছে; নির্যাতনে যার মৃত্যু হয়েছে অভিযোগ পরিবারের।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2016, 09:32 AM
Updated : 19 Dec 2016, 11:56 AM

রোববার রাতে জামালপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান।

মৃত সোহেল রানা (৩২) উপজেলার পাহাড়ীপটল গ্রামের রেহান আলীর ছেলে।

তার বিরুদ্ধে মাদকের তিন মামলা রয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পাহাড়ীপটল গ্রাম থেকে আবারও ২৫ ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইনসহ সোহেল ও আরও দুইজনকে আটক করা হয় বলে জানান ওসি।

ওসি মাজহারুল বলেন, “ইয়াবা ও হোরোইনসহ সোহেল রানাসহ তিনজনকে রোববার সন্ধ্যায় আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে আসার পরপরই সোহেল অসুস্থ হয়ে পড়লে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

“পরে তাকে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয়।”

সোহেলের চাচা আবুল কালাম আজাদ ও ছোট ভাই জাকির হোসেনের অভিযোগ, মেলান্দহ থানার এসআই সোলায়মান ও এসআই জহুরুল ইসলাম সোহেলকে গ্রেপ্তারের পর নির্যাতন করে। তাদের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন বলেন, মাদক মামলার আসামি সোহেলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হলে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় রাতেই সোহেলসহ আটক তিনজনকে আসামি করে মামলা হয়েছে বলে জানান তিনি।