হাতীবান্ধায় তিন দোকান পুড়ে ছাই

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে গেছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2016, 03:18 AM
Updated : 7 August 2016, 03:18 AM

শনিবার মধ্যরাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের মাজারের সামনে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়দের ধারণা। 

হাতীবান্ধা ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ শ্রী অশোক কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈদ‌্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দা হাসান জানান, আগুন দেখে এলাকার লোকজন ছুটে এসে নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ততক্ষণে আগুন দ্রুত পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার-সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি দোকানের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, সার ও ব্রয়লার মুরগি মিলিয়ে তার দুটি দোকানের সাত লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত অপর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, তার টেইলার্সের দোকানের ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা।