দৌলতদিয়ায় দুই ঘাট বন্ধ, পারাপার বিঘ্নিত

পদ্মার ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় দুটি ফেরি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 06:37 AM
Updated : 30 July 2016, 06:37 AM

প্রবল স্রোত ও ভাঙনের কারণে দৌলতদিয়া ঘাটের ২ নম্বর ও ৪ নম্বর ফেরি ঘাট বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

দুই ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলায় শনিবার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় শতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক মালবাহী ট্রাক নদী পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা বলেন, প্রবল স্রোত আর ভাঙনের কারণে ২ নম্বর এবং ৪ নম্বর ফেরি ঘাট বন্ধ রয়েছে। দুটি ঘাট দিয়ে ১৩টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।

২ নম্বর ঘাটের পন্টুনের ওয়েল্ডিংয়ের মেরামত কাজ শেষ হলে শনিবার সন্ধ্যা নাগাদ ঘাটটি চালু হতে পারে। তবে চার নম্বর ঘাট চালু হতে আরও ২/৩ দিন সময় লাগবে বলে তিনি জানান।

এদিকে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার দৌলতদিয়া পয়েন্ট পদ্মার পানি বিপদসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে।