মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রো যাত্রী নিহত

মানিকগঞ্জের ঘিওরে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় এক যাত্রী নিহত হযেছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2016, 01:08 PM
Updated : 13 June 2016, 01:08 PM

সোমবার উপজেলার মহাদেবপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান।

নিহত আবদুর রউফ (৫০) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বর্দী গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন  রউফের ছেলে হাসিবুল হাসান (২০), ভাই আফজাল হোসেন (৪৪) এবং ভাতিজা সোহেল রানা (১৮)। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইয়ামিন-উদ-দৌলা জানান, ভোরে আরেক ছেলে সুমন হোসেনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিয়ে মাইক্রোবাসে করে রউফ ও তার পরিবারের অন্য সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

“এতে মাইক্রোবাসের চার যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক রউফকে মৃত ঘোষণা করেন।”

তিনি  জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে  লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাতিজা সোহেল রানা মামলা করেছেন।