ভ্যানের ধাক্কায় খাদে পুলিশের গাড়ি, গুলিতে ভ্যানচালক নিহত

খুলনায় আর্মড পুলিশের ধাওয়ায় পালানোর সময় একটি কভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের গাড়িটি খাদে পড়ে গেছে। পরে পুলিশের গুলিতে ওই কভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 05:53 AM
Updated : 1 Dec 2015, 06:47 AM

মঙ্গলবার সকালে চুকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ডুমুরিয়া থানার ওসি এম মশিউর রহমান।

ভ্যানটি উল্টে গিয়েই চালক নিহত হন বলে এর আগে খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছিলেন।

গুরুতর অবস্থায় চার পুলিশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মশিউর রহমান জানান, চোরাচালানের পণ্য বহন করছে সন্দেহে কভার্ডভ্যানটিকে ধাওয়া করে পুলিশ। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগরে কভার্ডভ্যানটিকে অতিক্রম করে পুলিশের গাড়িটি সামনে আসে।

“ওই সময় কাভার্ডভ্যান চালক পুলিশের গাড়িটিকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে খাদে পড়ে এএসপি এহতেশামসহ ১০ পুলিশ সদস্য আহত হন।

“ওই সময় পুলিশ গুলি চালালে দুটি গুলি কভার্ডভ্যান চালকের বুকে বিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

এরপর কভার্ডভ্যানটিও উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং চালকের সহকারী আহত হন বলে জানান ওসি।

নিহত কভার্ডভ্যান চালক ও বাকি আহতদের নাম জানাতে পারেননি ওসি।