ভোলা-লক্ষ্মীপুর ফেরির জন্য প্রস্তুত ইলিশা ঘাট  

দুই মাসেরও বেশি সময় পর রোববার থেকে আবার ইলিশা ঘাট দিয়ে ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল শুরু হচ্ছে। 

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 03:25 PM
Updated : 27 Nov 2015, 03:25 PM

ফেরিঘাটের পন্টুন মেঘনা তীরের ইলিশা ঘাটে রাখা ঝুঁকিপূর্ণ হওয়ার পর বিআইডব্লিউটিএ গত সেপ্টেম্বরে পন্টুনটি সরিয়ে নেয়।

এরপর ১৬ সেপ্টেম্বর থেকে ভোলা-লক্ষ্মীপুর ফেরি প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে ইলিশার পরিবর্তে লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট ফেরি ঘাট থেকে ভোলার ভেদুরিয়া ঘাটে ভিড়ত।

ভোলা-লক্ষ্মীপুর ফেরি ঘাটের ইনচার্জ আবু আলম ভুঁইয়া ও বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবির জানান, শনিবার দুপুরের মধ্যেই ইলিশা ফেরি ঘাটের পন্টুন ও গ্যাংওয়ে স্থাপিত হয়ে যাবে যানবাহন চলাচলের জন্য।

“রোববার সকাল থেকে নিয়মিত ইলিশা ঘাট থেকে ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল করবে।”