গোলযোগের মধ্যে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা

সকাল থেকে গোলযোগের মধ্যেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2011, 09:36 PM
Updated : 2 Feb 2015, 03:53 AM

রোববার বিকাল ৩টা ১০ মিনিটে খালেদা জিয়া মঞ্চে উঠে প্রধান অতিথির আসনে বসেন। মঞ্চে উঠেই মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম জানান তিনি। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে করতালি দিয়ে খালেদাকে শুভেচ্ছা জানান।

বিজয়ের ৪০ বছর পূর্তিতে মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দিচ্ছে বিএনপি।

এ অনুষ্ঠানের আগতদের সকালে পুলিশ লাঠিপেটা করে বের করার পর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানো হয়। ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়েছে। সিলেটে পুড়ে মারা গেছেন এক বাসযাত্রী।

অনুষ্ঠানে বিএনপির নেতারা ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি অলি আহমদ বীর বিক্রম, দলের সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ উপস্থিত রয়েছেন।

খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে পৌঁছার আগেই দুপুর আড়াইটায় কুরআন তিলওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমাণ্ডার অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর বীর উত্তম এই সমাবেশে সভাপতিত্ব করছেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ৬১ জেলা থেকে সাড়ে ৩ হাজার মুক্তিযোদ্ধা এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন।

মুক্তিযোদ্ধা ছাড়াও বিএনপির নেতা-কর্মীরাও যোগ দিয়েছেন এ অনুষ্ঠানে।

অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, এম হামিদুল্লাহ খান, নুরুল ইসলাম মঞ্জুর।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে নানা রঙের ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। মঞ্চের চারদিকে জিয়াউর রহমানের প্রতিকৃতি। অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধাদের মাথায় লাল-সবুজ টুপি এবং গায়ে সাদা গেঞ্জি।