আওয়ামী লীগের কাউন্সিলে আপ্যায়ন মোরগ-পোলাওয়ে

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে কাউন্সিলরদের মোরগ-পোলাও খাওয়ানো হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 02:45 PM
Updated : 3 May 2016, 03:31 PM

আগামী ১০ ও ১১ জুলাই সম্মেলনের তারিখ নির্ধারিত রয়েছে।

ওই সম্মেলন আয়োজক কমিটির খাদ্য উপপরিষদ মঙ্গলবার এক বৈঠকে খাবারের বিষয়ে সিদ্ধান্ত নেয়।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এই সভা হয়।

খাদ্য উপপরিষদের আহ্বায়ক  ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের বলেন,“সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের কথা বিবেচনা করে এবার গরুর মাংস বাদ দিয়ে মুরগির মাংস দিয়ে বিরিয়ানির প্যাকেট করা হবে। সাথে সালাদসহ পানির বোতল এবং সফট ড্রিংকসের ব্যবস্থা থাকবে।”

কাউন্সিলের দুই দিনই সারাদেশ থেকে আসা কাউন্সিলররা এই খাবার পাবেন।

“খাবার প্যাকেটটি কেমন সাইজ, কোন ধরনের হবে তা দলীয় সভানেত্রীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন মায়া।

কাউন্সিলর-পর্যবেক্ষক মিলিয়ে সারাদেশ আসা ৩০ হাজার জনের এই খাবার চারটি স্থানে রান্নার পরিকল্পনা নিয়েছে খাদ্য উপপরিষদ।

.

এই উপপরিষদে প্রায় ১ হাজার সদস্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। ঢাকা মহানগরীর সংসদ সদস্য, থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা এই উপরিষদে পদাধিকার বলে থাকছেন।

মায়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য আসলামুল হক আসলাম, কামাল আহমেদ মজুমদার, নাঈমুর রহমান দুর্জয়, মহানগর নেতা আব্দুছ ছাত্তার, হাবিবুর রহমান সিরাজ, মমতাজ উদ্দিন মেহেদী, এস এম কামাল হোসেন, মুকুল চৌধুরী, শাহে আলম মুরাদ, সাদেক খান।