প্রাথমিক শিক্ষকদের সম্মানী বৃদ্ধির যৌক্তিকতা

>> আবু সালেহ সেকেন্দারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2014, 04:40 AM
Updated : 4 June 2014, 04:40 AM
দ্য ইউনাইটেড স্টেইট ব্যুরো অব লেবার স্টেইটিসটিক (বিএলএস) এর ভাষ্যমতে, আমেরিকাতে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের গড় মাসিক বেতন ৫৩,১৫০ ডলার। আমেরিকার মাথাপিছু আয় ও বাংলাদেশের মাথপিছু আয়ের বিরাট পার্থক্য থাকায় আমেরিকার সঙ্গে বাংলাদেশের শিক্ষকদের বেতনের তুলনা যৌক্তিক নয়, একথা ঠিক। তবে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাইলে আমেরিকার মতো আমাদেরও শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা জরুরি।
প্রতিবেশি দেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশই শিক্ষকদের বেতন প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ থেকে বহুগুণ এগিয়ে রয়েছে। উইকি অ্যানসার ডটকমের মতে, ভারতে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসে বিশ হাজার রুপি সম্মানী পান। ভারতের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বিশ্লেষণ করে দেখা গেছে যে, সবকিছু মিলে মাসে তাদের মাথাপিছু সম্মানী দাঁড়ায় ২৬,২৯২ রুপি।