জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সময়

>> মো: দানেশ মিয়াবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2014, 07:46 AM
Updated : 3 June 2014, 07:50 AM
প্রাকৃতিকভাবে জলবায়ুর যে স্বাভাবিক পরিবর্তন হওয়ার কথা এবং যে পরিবর্তন ও বিবর্তনে আমাদের সমাজ ও অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে, জলবায়ুর সে পরিবর্তন ছাপিয়ে মনুষ্যসৃষ্ট কারণে জলবায়ুতন্ত্র ইতোমধ্যেই অনেকখানি পরিবর্তিত হয়েছে। পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি এই পরিবর্তনের পেছনে কাজ করেছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্র ও মহাসমুদ্রের অম্লতা বৃদ্ধি ও তাদের গতিপ্রকৃতির পরিবর্তন, মেরু অঞ্চলের বড় বড় বরফের আস্তরনের অবস্থান ও আকারের পরিবর্তন এবং অতিমাত্রার জলবায়ুগত বিভিন্ন ঘটনার সংখ্যা বৃদ্ধি ইত্যাদি।
জলবায়ুতন্ত্রের এই পরিবর্তনের ঝুঁকি বিজ্ঞানীদের গবেষণায় সুষ্পষ্টভাবে জানা গেছে, যা ‘আর-ফিরে-আসবে-না’ এ রকম একটি স্থানান্তরের দিকে জলবায়ুকে ঠেলে দিবে।