মুক্তিযুদ্ধে গোপন তৎপরতা (২): বুদ্ধিজীবী হত্যায় মার্কিন দায়

>> অমি রহমান পিয়ালবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2013, 06:11 AM
Updated : 15 Dec 2013, 06:11 AM

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে বিদেশি পরাশক্তি জড়িত থাকার ইঙ্গিতটা প্রথম এসেছিল জহির রায়হানের তরফে। ২৯ ডিসেম্বর, ১৯৭১ দৈনিক ‘অবজারভার’-এর প্রতিবেদনে তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি কমিশন গঠন করতে সরকারের কাছে আবেদন জানান। বুদ্ধিজীবী হত্যায় অনেক পাকিস্তানি অফিসার জড়িত এবং তাদের যুদ্ধবন্দি হওয়ার বদলে যুদ্ধাপরাধের দায়ে বিচার দাবি করেন জহির রায়হান। কিছু বিদেশি পরাশক্তিও এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ তাঁর। (পড়তে ক্লিক করুন)