যে ঝরনা কুমারী

শুধু মাত্র বর্ষার সময়ে পানি থাকে বলে স্থানীয়রা এর নাম দিয়েছে কুমারী ঝরনা। বান্দরবানের তিন্দুর রাজা পাথর ও বড় পাথর এলাকার পাশেই। ঠিক দুতিন মিনিটের পায়েহাঁটা পথে বসে আছে। খরস্রোতা শঙ্খনদীতে ভেসে কুমারী ঝরনার কাছে যেতে সময় লাগে দশ মিনিট। ছবি তুলেছেন পরিব্রাজক ও চিত্রগ্রাহক ফারুখ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2016, 10:31 AM
Updated : 4 Nov 2016, 10:31 AM