জয়ে শুরুর সন্তুষ্টি দ. আফ্রিকার

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা খুব একটা অনুশীলন করার সুযোগ পাননি। তা নিয়ে কোনো হতাশা নেই দক্ষিণ আফ্রিকার। অতিথিদের বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো জানিয়েছেন, জয় দিয়ে সফর শুরু করতে পেরে খুশি তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 03:42 PM
Updated : 3 July 2015, 04:03 PM

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৯৯ রানে অলআউট হয়ে যায় বিসিবি একাদশ। জবাবে ১২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
 
৭ ওভারে ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়ে স্বেচ্ছায় মাঠ ছাড়েন কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। এরপর ক্রিজে আসা জেপি দুমিনি ও ডেভিড মিলার বাকি কাজটুকু সহজেই সারেন।  
 
“এভাবে জেতা আমাদের জন্য সন্তুষ্টির। এই কন্ডিশন আর এমন গরমে ছেলেদের কঠিন পরিশ্রম করতে হয়েছে। ছেলেরা পারফরম করেছে, লম্বা সময় ক্রিকেট না খেললেও কুইন্টন দারুণ ব্যাটিং করেছে।”
 
দক্ষিণ আফ্রিকার মাত্র চার ব্যাটসম্যানের ব্যাটিংয়ের সুযোগ মেলে। ব্যাটিং করতে ডি ককের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন দলের সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। ফাঙ্গিসোর বিশ্বাস, যাদের সুযোগ মেলেনি তারা অনুশীলনে ঘাটতি পুষিয়ে নিতে পারবেন।   
 
“আমরা জিততে চেয়েছিলাম আর আমরা তা করতে পেরেছি। কাল আমরা যখন অনুশীলন করব, তখন ওরা ব্যাটিংয়ের সুযোগ পাবে।”