মিনহাজুল, বাশারের ব্যাপারে সিদ্ধান্ত বোর্ড সভায়

দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের মেয়াদ বাড়ানো নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সাবেক এই দুই ক্রিকেটারের মেয়াদ শেষ হলেও সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তারা কাজ করে যাবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 02:44 PM
Updated : 30 June 2015, 03:09 PM

২০১১ সালের ২৭ এপ্রিল নির্বাচক হিসেবে নিয়োগ পান দুই সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। ২০১৩ সালের সেপ্টেম্বরে তাদের মেয়াদ বাড়ানো হয় এ বছরের ৩০ জুন পর্যন্ত।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “নির্বাচক কমিটিতে যারা আছেন, তারাই কাজ চালিয়ে যাবেন পরবর্তী বোর্ড মিটিং পর্যন্ত। সিলেকশন কমিটির সাথে আমাদের কথা হয়েছে। পরবর্তী বোর্ড মিটিংয়ে পরবর্তীটা আলোচনা হবে।”

২০১১ সালে প্রধান নির্বাচক ছিলেন আকরাম খান। তার পদত্যাগের পর ২০১৩ সালের ডিসেম্বরে নির্বাচকের দায়িত্ব পান আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

খেলা বেড়েছে, বেড়েছে নির্বাচকদের কাজ; তাই নির্বাচক কমিটিতে বাড়তে পারে সদস্য সংখ্যাও। নিজাম উদ্দিন জানান, বিসিবির পরের সভায় সদস্য বাড়ানোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।