ধোনির পরামর্শে অনুপ্রাণিত সাব্বির

বাংলাদেশ-ভারত সিরিজের সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে আলাদা করে কথা বলেছেন সাব্বির রহমান। বাংলাদেশের এই অলরাউন্ডারকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন ভারত অধিনায়ক। ধোনির কথায় দারুণ অনুপ্রাণিত সাব্বির।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 12:29 PM
Updated : 29 June 2015, 12:29 PM

সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি। প্রথম দিনে ছিল শুধু জিম সেশন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির জানালেন ধোনির সঙ্গে কথা বলার অভিজ্ঞতা।

“সে আমাকে বলেছে, যেভাবে ব্যাটিং করছি সেভাবেই করে যেতে। বলেছে ‘তুমি যেভাবে ম্যাচ ফিনিশ করতে পারো, সেভাবেই খেলবে। যে ছন্দে ও গিয়ারে ব্যাটিং করছ, সেটিই করবে। একদম ভয়ডরহীন ক্রিকেট খেলবে।’ ওর কথাগুলো আমার ভালো লেগেছে।”

গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে অভিষেকের পর থেকেই দলে জায়গা করে নিয়েছেন সাব্বির। ১৫ ইনিংসে একটি মাত্র অর্ধশতক পেলেও লোয়ার মিডলঅর্ডারে খেলেছেন বেশ কিছু কার্যকরী ইনিংস। ৩৫.০৯ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে রান তোলা সাব্বির এরই মধ্যে সবার নজরও কাড়েন।