রান বন্যার ম্যাচে হারল সাকিবের দল কলকাতা

আইপিএলের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দারুণ এক জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ ওভারে গড়ানো শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2015, 03:48 PM
Updated : 2 May 2015, 03:48 PM

ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসে। আর এ কারণেই রান বন্যার ম্যাচটি মূলত জমে ওঠে।   
 
টস হেরে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলের মারমুখী ব্যাটিংয়ে ৪ উইকেটে ১১১ রান করে সাকিব আল হাসানের দল কলকাতা। 
 
রান আউট হওয়ার আগে ৪৫ রান করেন রাসেল, ১৭ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।
 
ব্যাঙ্গালোরের পক্ষে ১টি করে উইকেট নেন মিচেল স্ট্যার্ক, ডেভিড ওয়েইজ ও ইউভেন্দু চাহাল।   
 

জবাবে ক্রিস গেইল (২১) ও বিরাট কোহলির (৩৪) ব্যাটে উড়ন্ত সূচনা পায় ব্যাঙ্গালোর। পরে মান্দিপ সিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে তাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হলে শেষ দিকে লড়াই আরও জমে ওঠে। 
শেষ ওভারে ১২ রান দরকার ছিল ব্যাঙ্গালোরের। মান্দিপ ঝড়ে ২ বল বাকি থাকতে সহজ জয় তুলে নেয় তারা। ওই ওভারের প্রথম দুই বলে ৩ রান নেওয়ার পর দুই ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
১৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৫ রান করেন মান্দিপ।
কলকাতার পক্ষে ১টি করে উইকেট নেন ব্র্যাড হগ, পিযুশ চাওলা ও রাসেল।   
দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে আসা ব্যাঙ্গালোরের পয়েন্ট ৮ ম্যাচে ৯। চার নম্বরে নেমে যাওয়া কলকাতার পয়েন্টও ৯, তবে রান রেটে পিছিয়ে আছে তারা।