ম্যাককালাম, স্মিথ ঝড়ে উড়ে গেল মুম্বাই

ব্রেন্ডন ম্যাককালাম ও ডোয়াইন স্মিথের ঝড়ো ব্যাটিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 06:32 PM
Updated : 17 April 2015, 06:32 PM

আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত জিততে পারেনি মুম্বাই। এটা তাদের টানা চতুর্থ হার।

ঘরের মাঠ ওয়াংখেড়ে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮৩ রান করে মুম্বাই। জবাবে ১৬.৪ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান করেন চেন্নাই। 

বড় লক্ষ্যে খেলতে নেমে ব্রেন্ডন ম্যাককালাম ও ডোয়াইন স্মিথের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করে চেন্নাই। ৪৪ বলে তাদের ১০৯ রানের জুটিতে জয়ের ভিতও পেয়ে যায় দুইবারের চ্যাম্পিয়নরা।

৩০ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৬২ রান করেন স্মিথ। আর ২০ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করেন ম্যাককালাম।

পরে তিন নম্বরে ব্যাট করতে নেমে সুরেশ রায়না অপরাজিত ৪৩ রান করে সহজ জয় নিশ্চিত করেন। ২৯ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন রায়না।

মুম্বাইয়ের স্পিনার হরভজন সিং ৪৪ রানে ২ উইকেট নেন।  

এর আগে ইনিংসের শুরুতে ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল মুম্বাই। তবে পাঁচ নম্বরে নামা হরভজন সিংয়ের ২১ বলে ২৪ রানে ভর করে সে ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠে দলটি।

এরপর কাইরন পোলার্ড ও রোহিত শর্মার মারকুটে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

৩১ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৫০ রান করে আউট হন অধিনায়ক শর্মা। আর ৩০ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৪ রান করেন পোলার্ড।

মুম্বাইয়ের বড় ইনিংস গড়তে আম্বাতি রাইডুর অবদানও কম নয়; ১৬ বলে ২৯ রান করতে ১টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।

চেন্নাইয়ের পক্ষে আশিষ নেহরা ২৩ রান খরচায় ৩ উইকেট নেন।