ফাইনালেও ভয়হীন ক্রিকেট খেলার মন্ত্র ম্যাককালামদের

প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে এসে নিজেদের মন্ত্রে অটল আছে নিউ জিল্যান্ড দল। উপলক্ষ উপভোগ আর ভয়হীন ক্রিকেট খেলা-এই তত্ত্ব মাথায় রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার কথা জানিয়েছেন দলটির অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 08:31 AM
Updated : 28 March 2015, 08:31 AM

আগামী রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলতে নামার আগের দিনের সংবাদ সম্মেলনেও নিউ জিল্যান্ড অধিনায়ক ভয়হীন থাকার কথাই বলেন। 
 
“আমাদের এরকমই খেলতে হবে। এভাবেই আমরা নিয়মিত দলগুলোকে হারাচ্ছি। আমরা হারকে ভয় পাই না।”
 
ম্যাককালাম জানান, কিছু হারাবার ভাবনা না ভেবে জিতলে কী অর্জন হতে পারে তাই দেখে নিউ জিল্যান্ড।
 
নিউ জিল্যান্ডের অধিনায়ক জানেন, সবসময় এই মন্ত্র কাজ করে না। মাঝে মাঝে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয় তাদের। কিন্তু এটাই সাফল্য আর অর্জনের বড় সুযোগটা নিউ জিল্যান্ডকে দিয়েছে বলে বিশ্বাস করেন তিনি। 
 
এই বিশ্বকাপে অবশ্য নিউ জিল্যান্ডের 'ভয়হীন খেলা' আর 'আমরাও পারি' মন্ত্র বেশ কাজে লেগেছে। গ্রুপ পর্বের শুরু থেকে ফাইনালে ওঠা পর্যন্ত মোট আটটি ম্যাচ খেলেছে তারা, সবকটিতেই জয় পেয়েছে।  
 
মার্টিন গাপটিল, ম্যাককালাম, কেন উইলিয়ামসন, গ্র্যান্ট এলিয়ট-ব্যাটসম্যানরা সব ছন্দে রয়েছেন। আর ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরাও ভালো বল করছেন। নিউ জিল্যান্ডের মানুষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারে। 
 
ম্যাককালামও ভয়হীনভাবে ভালো খেলার প্রত্যয়ের কথা বলেন। 
 
“আমি আত্মবিশ্বাসী, আমরা আগামীকাল (রোববার) ভালো খেলব।”