স্লেজিংয়ে ডি ভিলিয়ার্স-ম্যাককালামের না

বিশ্বকাপের অন্যতম সেরা দুই দল সেমি-ফাইনালে মুখোমুখি। দক্ষিণ আফ্রিকা আর নিউ জিল্যান্ডের এই ম্যাচে উত্তাপ থাকাটা স্বাভাবিকই। তা থাকতে পারে, তবে এই ম্যাচে ‘স্লেজিং’ থাকবে না বলেই মনে হচ্ছে দুই অধিনায়কের কথা শুনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 03:08 PM
Updated : 23 March 2015, 03:08 PM

চার বছর আগে কোয়ার্টার-ফাইনালে ঢাকায় মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১১ বিশ্বকাপের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল নিউ জিল্যান্ড। সেই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 
 
চার বছর আগের সেই ম্যাচের জের মঙ্গলবার অকল্যান্ডের সেমি-ফাইনালেও থাকতে পারে বলে মনে করেন অনেকে। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি ওঠে। সেখানেই নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম আর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স স্লেজিং করবেন না বলে জানান। 
 
ডি ভিলিয়ার্স বলেন, “নিউ জিল্যান্ড সাধারণত ভদ্রগোছের একটি দল। কিন্তু কখনও কখনও তারা যা চায় তার জন্য ছোটে। আমরা এটা আশা করছি। অবশ্য আমি মনে করি না, আগামীকাল (মঙ্গলবার) খুব বেশি কিছু হবে। …ব্যক্তিগতভাবে আমি এসবে জড়িত হতে চাই না।”
 
আর ম্যাককালামও তার সংবাদ সম্মেলনে স্লেজিং না করারই প্রতিশ্রুতি দেন।
 
“আমরা কথার লড়াই দিয়ে খেলাটি খেলতে চাই না।”