পরিসংখ্যানে পাকিস্তান ও আরব আমিরাত ম্যাচ

পাকিস্তানের বিপক্ষে এর আগেও দুবার মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু কোনোবারই ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি আরবের দলটি। তবে এবার অঘটনের স্বপ্ন দেখছে তারা। কারণ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচের একটিতে জেতা মিসবাহ-উল-হকের দলের অবস্থা বেশ নড়বড়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 04:28 PM
Updated : 3 March 2015, 04:28 PM

নিউ জিল্যান্ডের নেপিয়ারে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭ টায় মুখোমুখি হবে দল দুটি।  

এই ম্যাচের আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান।  

* এর আগে ১৯৯৪ সালে এবং ১৯৯৬ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দল দুটি। প্রতিবারই ৯ উইকেটে জেতে পাকিস্তান।

* গত রোববার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে ৪০ বছর বা তার বেশি বয়সে দুই বিশ্বকাপে অর্ধশতক করার কৃতিত্ব গড়েন মিসবাহ-উল-হক।

* আর ৭২ রান করলে পাকিস্তানের দ্বাদশ ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ হবে মিসবাহর।  

* আরব আমিরাতের পেসার মানজুলা গুরুগে এবারের বিশ্বকাপে শতকরা হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন (৭৪.৪%); তার ৭৮ বল-এ ৫৮টিতে কোনো রান হয়নি।

মুখোমুখি

 

পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাত

ম্যাচ

জয়

হার

টাই

পরিত্যক্ত

জয়%

১০০.০

০.০

বিশ্বকাপে মুখোমুখি

 

পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাত

ম্যাচ

জয়

হার

টাই

পরিত্যক্ত

জয়%

১০০.০

০.০