প্রতিপক্ষ নয়, পরিস্থিতিকে ভয় মিসবাহর

সংযুক্ত আরব আমিরাত প্রতিপক্ষ হিসেবে খুব কঠিন বা বড় দল নয়। তবু পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছেন না। পুল 'বি'-এর পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান বিবেচনা করে পরিস্থিতিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 08:03 AM
Updated : 3 March 2015, 12:01 PM

পুল 'বি'তে ৩ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া পাকিস্তানের অবস্থান ষষ্ঠ স্থানে। সবার নীচে থাকা আমিরাত এখনো কোনো পয়েন্ট পায়নি।

আমিরাত ছাড়া পুল 'বি' থেকে শেষ দুই দল হিসেবে যে কারও নকআউটে ওঠার সম্ভাবনা আছে। আমিরাতের বিপক্ষে নেপিয়ারে বুধবারের ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই পরিস্থিতির কথাই বলেন মিসবাহ।

"উন্মুক্ত এক পুল এটা। যে কোনো কিছুই ঘটতে পারে। আজ বা কাল কে খেলল এবং আপনি কার বিপক্ষে খেলছেন, এটা বিষয়ই নয়; এই পুলের প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ।"

এই পরিস্থিতির কারণেই কাদের বিপক্ষে খেলা এবং সেই দল ছোট না বড়, তা ভাবছেন না মিসবাহ। পুরো দলের লক্ষ্য একটাই-মাঠে নামো এবং ভালো খেলে জয় নিয়ে ফেরো। নকআউটে যাওয়ার জন্য এর বিকল্পও আসলে পাকিস্তানের নেই।

গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা আর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।