পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাফল্যের হার ভালো নয়। আর বিশ্বকাপে তো দুইবারের মুখোমুখি লড়াইয়ে দাঁড়াতেই পারেনি তারা। সাকিব-মাশরাফিদের সামনে এবার এই পরিসংখ্যানে পরিবর্তন আনার সুযোগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2015, 03:54 PM
Updated : 25 Feb 2015, 03:54 PM

মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায় শুরু হবে পুল 'এ' এর ম্যাচটি।

এই ম্যাচের আগে দেখে নেয়া যাক দুই দলের আরও কিছু পরিসংখ্যান:

* ওয়ানডেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি রান করেছেন কুমার সাঙ্গাকারা- ২৭ ইনিংসে ৪৪ গড়ে ১ হাজার ১০১ রান করেছেন তিনি।    

* ওয়ানডেতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের করা ১৩ বল খেলে আউট না হয়ে ২৮ রান করেন সাকিব আল হাসান, ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি।

* আর ৩ উইকেট পেলেই ১৯তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রান এবং ১০০ উইকেটের মালিক হবেন তিলকারত্নে দিলশান।

* বাংলাদেশের বিপক্ষে শেষ ৮ ইনিংসে তিনটি শতক এবং একটি অর্ধ-শতক করেছেন দিলশান।

* শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ৩টি ওয়ানডে ইনিংসে ১টি শতক ও ২টি অর্ধশতকসহ ২২২ রান করেছেন তামিম ইকবাল।

মুখোমুখি:

 

শ্রীলঙ্কা

বাংলাদেশ

ম্যাচ

৩৭

৩৭

জয়

৩২

হার

৩২

টাই

পরিত্যক্ত

জয়%

৮৮.৯

১১.১

বিশ্বকাপে মুখোমুখি:

 

শ্রীলঙ্কা

বাংলাদেশ

ম্যাচ

জয়

হার

টাই

পরিত্যক্ত

জয়%

১০০.০