নাঈমের শতকের পরও বিপদে রংপুর

নাঈম ইসলামের শতকের পরও জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিন শেষে স্বস্তিতে নেই রংপুর বিভাগ। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে রংপুরের সংগ্রহ ৮ উইকেটে ২১৮ রানে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 11:49 AM
Updated : 25 Jan 2015, 11:49 AM

রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে শুরুটা ভালো হয়নি রংপুরের।

মাহমুদুল হাসানের সঙ্গে নাঈমের ৬০ রানের জুটিতে প্রতিরোধ গড়ে রংপুর। তবে এক সময়ে ১২৭ রানে ৬ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে তারা। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন নাঈম ও সোহরাওয়ার্দী শুভ। সপ্তম উইকেটে ৭১ রানের জুটি গড়েন এই দুই জনে।

শতরানে পৌঁছানোর পর নাঈম (১০৭) বিদায় নিলে ভাঙে ২৩ ওভার স্থায়ী জুটি। নাঈমের ২৩৯ বলের ইনিংসটি ১৩টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

সোহরাওয়ার্দী ৩৬ ও বিশ্বনাথ হালদার ২ রানে ব্যাট করছেন।

চট্টগ্রামের মনিরুজ্জামান ৩৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া ফয়সাল হোসেন ও আলাউদ্দিন বাবু দুটি করে উইকেট নেন।