কোহলি, রাহানের শতকে জবাব ভারতের

ক্যারিয়ার সেরা ব্যাটিং করলেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে মিডলঅর্ডার এই দুই ব্যাটসম্যানের দারুণ জুটিতে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ভালোই জবাব দিয়েছে ভারত। দুই জনের শতকে তৃতীয় দিন শেষে সাড়ে চারশ' পার হয়েছে অতিথিদের সংগ্রহ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 08:21 AM
Updated : 28 Dec 2014, 10:26 AM

তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ৪৬২ রান। অধিনায়ক স্টিভ স্মিথের শতকে প্রথম ইনিংসে ৫৩০ রান করেছিল অস্ট্রেলিয়া।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১ উইকেটে ১০৮ রান নিয়ে খেলা শুরু করার পর চেতেশ্বর পুজারাকে হারায় অতিথিরা। এরপর বেশিক্ষণ টেকেননি আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মুরালি বিজয়ও।

১৪৭ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া ভারতকে লড়াইয়ে ফেরান কোহলি ও রাহানে। দৃঢ়তাভরা ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে ২৬২ রানের জুটি গড়েন তারা।

রাহানেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে মেলবোর্নে ভারতের রেকর্ড জুটি ভাঙার কৃতিত্ব নাথান লায়নের। এই মাঠে এটাই ভারতের প্রথম দ্বিশত রানের জুটি।

টেস্টে তৃতীয় শতক পাওয়া রাহানে করেন ক্যারিয়ার সেরা ১৪৭ রান। তার আগের সর্বোচ্চ ছিল ১১৮ রান। রাহানের ১৭১ বলের ইনিংসটি গড়া ২১টি চারে।

রাহানের বিদায়ের পর আর কোনো জুটি গড়তে পারেনি ভারত। এক প্রান্তে কোহলি অবিচল থাকলেও অন্য প্রান্তে অভিষিক্ত লুকেশ রাহুল, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দ্রন অশ্বিনের বিদায়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

৪ উইকেটে ৪০৯ রান থেকে ৮ উইকেটে ৪৬২ রানে পরিণত হওয়া ভারতের জন্য লিড নেয়া কঠিনই হবে।

দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৬৯ রানের চমৎকার ইনিংস খেলেন কোহলি। টেস্টে এটি তার সর্বোচ্চ রানের ইনিংস। এই মিডলঅর্ডার ব্যাটসম্যানের সেরা ছিল ১৪১ রান। অ্যাডিলেইডে সিরিজের প্রথম টেস্টে এই রান করেছিলেন তিনি। 

সিরিজে এটি কোহলির তৃতীয় শতক। তার ২৭২ বলের ইনিংসটি ১৮টি চার সমৃদ্ধ।

৬৯ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার রায়ান হ্যারিস।

চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে ড্র করলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫৩০ (স্মিথ ১৯২, রজার্স ৫৭, হ্যাডিন ৫৫, ওয়াটসন ৫২; সামি ৪/১৩৮, অশ্বিন ৩/১৩৪, যাদব ৩/১৩০)

ভারত: ৪৬২/৮ (বিজয় ৬৮, ধাওয়ান ২৮, পুজারা ২৫, কোহলি ১৬৯, রাহানে ১৪৭, রাহুল ৩, ধোনি ১১, অশ্বিন ০, সামি ৯*; হ্যারিস ৪/৬৯, লায়ন ২/১০৮, ওয়াটসন ১/৬৫, জনসন ১/১৩৩)।