ধাওয়ানের চোটে ভারতের ড্রেসিংরুমে ‘অস্থিরতা’

ব্রিসবেনে চতুর্থ দিনের ম্যাচ শুরুর আগে অনুশীলন করার সময় শিখর ধাওয়ানের চোট পাওয়ার পর ভারতের ড্রেসিংরুমে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল বলে জানান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 10:33 AM
Updated : 20 Dec 2014, 10:33 AM

শনিবার ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে কব্জিতে চোট পান তৃতীয় দিন শেষে ২৬ রানে অপরাজিত থাকা ধাওয়ান।

এরপর সকালের খেলা শুরুর খানিক আগে সিদ্ধান্ত হয়, ধাওয়ানের বদলে চেতেশ্বর পূজারার সঙ্গে ব্যাট করবেন বিরাট কোহলি। ব্যাটিং অনুশীলন করতে গিয়ে তিনিও আঙুলে হালকা চোট পেয়েছিলেন।

একদিন বাকি থাকতেই ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরে যাওয়ার পর ধোনি প্রতিক্রিয়া জানাতে এসে ড্রেসিংরুমের এই ‘অস্থিরতার’ কথা তুলে ধরেন।

“শিখর, নাকি বিরাট ব্যাট করতে যাবে; এ নিয়ে আমাদের ড্রেসিংরুমে বোঝাপড়ার অভাব ছিল। আমার মনে হয় না, আমরা পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পেরেছি।”

কোহলি ব্যাট করতে নেমে ১১ বলে ১ রান করে আউট হয়ে যান। ১ উইকেটে ৭১ রান নিয়ে দিন শুরু করা ভারত ৮৭ রান তুলতেই আরো চার উইকেট হারিয়ে ফেলে।

এরপর আর থিতু হতে পারেনি ভারত। শেষ পর্যন্ত ২২৪ রানে অলআউট হয়ে যায় তারা। পরে আবার ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন ধাওয়ান।

ধাওয়ান চোট পাওয়ার পর ভারত দলের কর্মকর্তারা এক বিবৃতিতে অনুশীলন উইকেট নিয়ে প্রশ্নও তুলেছিল। তবে অনুশীলন উইকেট ঠিক ছিল বলে মন্তব্য করেন গ্যাবার কিউরেটর কেভিন মিচেল জুনিয়র।