ব্রিসবেন টেস্ট নিয়ে টুইটারে সরব ক্লার্ক

পায়ের পেশিতে সফল অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মাইকেল ক্লার্কের মনটা যেন পড়ে আছে ব্রিসবেনের ক্রিকেট মাঠে। দীর্ঘদিন ধরে বয়ে চলা চোটের কারণে ক্যারিয়ার শেষের শঙ্কাও জেগেছে মনে, কিন্তু তার ভাবনা জুড়ে আছে শুধুই ক্রিকেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 05:10 PM
Updated : 17 Dec 2014, 05:10 PM

বুধবার ব্রিসবেনে শুরু হয় অস্ট্রেলিয়া ও ভারতের দ্বিতীয় টেস্ট। পায়ের পেশির চোটের (হ্যামস্ট্রিং) কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক ক্লার্ক। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ।

মাঠে না থাকলেও দিনভর টুইটারের মাধ্যমে ক্রিকেট বিশ্বকে নিজের উপস্থিতির কথা ঠিকই জানিয়ে গেছেন ক্লার্ক।

"অ্যাডিলেইডে এবং এই টেস্টের এখন পর্যন্ত বিজয় দারুণভাবে বল ছেড়েছে। মনে হচ্ছে, তার ইনিংসের শুরুতে আমাদের তাকে একটু বেশি খেলানোর প্রয়োজন ছিল।"

নতুন অধিনায়কের অধীনে প্রথম দিনটি ভালো কাটেনি অস্ট্রেলিয়ার। উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়ের দারুণ শতকে ৪ উইকেটে ৩১১ রান করে প্রথম দিন শেষ করেছে ভারত।

নাথান লায়নের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১৪৪ রান করেন বিজয়।

এই সময় মাঠে থাকলে বোলার পরিবর্তনে কি করতেন, সে বিষয়েও টুইট করেন ক্লার্ক।

"উইকেটে আমি লায়নকে দেখতে চাই। যথেষ্ট স্পিন আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাউন্স খুব ভালো আছে।"

অ্যাডিলেইডে প্রথম টেস্টের শেষ দিনের শেষ সেশনে লায়নের দুর্দান্ত বোলিংয়ে ৪৮ রানের নাটকীয় জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ১২ উইকেট নেন অফস্পিনার লায়ন।

প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন চোট পেয়ে মাঠ ছাড়েন ক্লার্ক। পরে নিজেই জানান, হয়তো আর কখনই খেলতে পারবেন না তিনি।