ইমরুলের শতকেও বিসিবি একাদশের হার

ইমরুল কায়েসের শতকের পরও কলকাতায় দ্বিতীয় হার এড়াতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। বড় সংগ্রহ গড়েও কর্নাটকের কাছে পাঁচ উইকেটে হেরেছে বিসিবি একাদশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 02:10 PM
Updated : 28 Oct 2014, 02:10 PM

মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে আচার্য মেমোরিয়াল ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬০ রান করে বিসিবি একাদশ।

উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুলের শতকে আড়াইশ’ পার হয় বিসিবি একাদশের সংগ্রহ। ১০৪ বলে ১০০ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি ৯টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রানে অপরাজিত থাকেন নাসির হোসেন। তার ৭২ বলের ইনিংসটি গড়া ৭টি চারে।

কর্নাটকের শ্রীনাথ অরবিন্দ ও লুকেশ অক্ষয় তিনটি করে উইকেট নেন।

জবাবে ৪৬ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কর্নাটক।

সর্বোচ্চ ১১২ রান করেন শিশির ভবানি। ১০৫ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে।

বিসিবি একাদশের নাঈম ইসলাম ২ উইকেট নেন ৩২ রানে।

কলকাতার ইডেন গার্ডেনসের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে বেঙ্গলের বিপক্ষে খেলবে বিসিবি একাদশ।

নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে আট উইকেটে হারে বাংলাদেশ।