মুম্বাইয়ের কাছে বিসিবি একাদশের হার

কলকাতার ইডেন গার্ডেনসের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্ট হার দিয়ে শুরু করল বাংলাদেশের ক্রিকেটাররা। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মুম্বাইয়ের কাছে আট উইকেটে হেরেছে বিসিবি একাদশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 01:11 PM
Updated : 27 Oct 2014, 01:11 PM

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ক্যাম্পাস মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৯ ওভার বাকি থাকতে ১৩৮ রান করে অলআউট হয় বাংলাদেশ। মুম্বাইয়ের ইনিংসের সময় দুইবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে মুম্বাইয়ের জয়ের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ১৩০ রান। ৩২.১ ওভারে দুই উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিসিবি। উদ্বোধনী দুই ব্যাটসম্যান ইমরুল কায়েস ও এনামুল হক শূন্য রানে আউট হন। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকায় এক সময় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭০/৮।

ওখান থেকে ৬৪ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন মো. ইলিয়াস ও আরাফাত সানি। ৭৫ বলে ৫টি চারের সাহায্যে ৪০ রান করে অপরাজিত ছিলেন ইলিয়াস। আর ২৪ রান করেন আরাফাত।

৩৫ রানে ৪ উইকেট নিয়ে মুম্বাইয়ের সেরা বোলার সারদুল ঠাকুর।

জবাবে অদিত্য তারের অর্ধশতকে সহজেই লক্ষ্যে পৌছে মুম্বাই। ৫৫ রান করে অপরাজিত থাকেন তারে। তার ৭৭ বলের ইনিংসটি ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন আবুল হাসান রাজু ও আরাফাত সানি।

মঙ্গলবার কর্নাটকের বিপক্ষে খেলবে বিসিবি একাদশ। আর ৩০ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে বেঙ্গলের বিপক্ষে খেলবে বিসিবি একাদশ।