মার্শের দাপটে লায়ন্সের বিদায়

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমি-ফাইনালে উঠতে লাহোর লায়ন্সের শুধু জিতলেই হতো না, ব্যবধানটা হতে হতো অনেক বড়। সেসবের কিছুই হয়নি। পার্থ স্করচার্সের কাছে তিন উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের দল লায়ন্সের।

স্পোর্টস ডেস্কবি ডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 03:20 PM
Updated : 30 Sept 2014, 07:14 PM

আর লায়ন্স হেরে যাওয়ায় 'এ' গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ চারে উঠেছে চেন্নাই সুপার কিংস। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই সেমি-ফাইনালে ওঠে আইপিএলের আরেক দল কলকাতা নাইট রাইডার্স।

মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৪ রান করে বাছাইপর্ব পেরিয়ে আসা লায়ন্স। জবাবে এক ওভার হাতে রেখে ৭ উইকেটে লক্ষ্যে পৌছায় স্করচার্স।

ইনিংসের শুরুতে ১১ রানে চার উইকেট হারিয়ে ভীষণ বিপদ পড়ে গিয়েছিল লায়ন্স। ওখান থেকে দলকে টেনে তোলেন সাদ নাসিম। তার অপরাজিত ৬৯ রানের সাহায্যে লড়াই করার মতো সংগ্রহ পায় দলটি। ৫৫ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন নাসিম।

স্করচার্সের পক্ষে ২২ রানে ৩ উইকেট নেন জোয়েল প্যারিস।

বোলারদের নৈপূন্যে ৬২ রানের মধ্যে প্রতিপক্ষের সাত উইকেট তুলে নিয়ে সেমির সম্ভাবনাও জাগিয়ে তোলে লায়ন্স। কিন্তু শেষ পর্যন্ত শন মার্শের ঝড়ো ব্যাটিংয়ের কারণে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।

৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাচ সেরা মার্শ। তার ৩৮ বলের ইনিংসটি ৭টি চার ও ৩টি ছক্কায় সাজানো।

দিনের অন্য ম্যাচে নর্দান ডিস্ট্রিক্টসকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৬ উইকেটে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস।

বৃষ্টির কারণে ১৯ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান করে নিউ জিল্যান্ডের দল নর্দান। জবাবে ২ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজের দল বার্বাডোজ।

বোলারদের নৈপূন্যে ৬২ রানের মধ্যে প্রতিপক্ষের সাত উইকেট তুলে নিয়ে সেমির সম্ভাবনাও জাগিয়ে তোলে লায়ন্স। কিন্তু শেষ পর্যন্ত শন মার্শের ঝড়ো ব্যাটিংয়ের কারণে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।

৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাচ সেরা মার্শ। তার ৩৮ বলের ইনিংসটি ৭টি চার ও ৩টি ছক্কায় সাজানো।