উথাপ্পা, পান্ডের ব্যাটে কলকাতার জয়

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে টানা চতুর্থ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ডলফিন্সের বিপক্ষে আইপিএল চ্যাম্পিয়নদের ৩৬ রানের জয়ে সবচেয়ে বড় অবদান রবিন উথাপ্পা ও মনিশ পান্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 05:57 PM
Updated : 29 Sept 2014, 05:57 PM

হায়দরাবাদের রজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৮৭ রান করে কলকাতা।

গৌতম গম্ভির (১২) ও জ্যাক ক্যালিস (৬) দ্রুত ফিরলেও দলকে বড় সংগ্রহ এনে দেন উথাপ্পা ও মনিশ। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৯০ বলে ১৫৩ রানের বড় জুটি গড়েন এই দুজনে।

৮৫ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা উথাপ্পা। তার ৫৫ বলের ইনিংসটি গড়া ১৩টি চারে। ৪৭ বলে ৭৬ রানে অপরাজিত থাকা মনিশের ইনিংসটি ৫টি করে ছক্কা ও চার সমৃদ্ধ।

জবাবে ৮ উইকেটে ১৫১ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার দল ডলফিন্সের ইনিংস।

সর্বোচ্চ ৩৭ রান করেন আন্দিল ফেহলুকওয়েও। এছাড়া মর্নে ভ্যান উইক ৩৪ ও খায়া জন্ডো ৩২ রান করেন।

কলকাতার সুনিল নারাইন ৩ উইকেট নেন ৩৩ রানে।